৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ: জয়শূন্য ব্রাজিলের বিদায়, গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

spot_img

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারও ফেবারিট লিওনেল মেসিদের দেশ। চিলিতে চলমান এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালিকে ১-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে উঠে গেলো নকআউট পর্বে।

কিন্তু দুর্ভাগ্য ব্রাজিলের। এবারের অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপটা সেলেসাওদের জন্য খুবই হতাশার। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেনি। ‘সি’ গ্রুপে মরক্কো, মেক্সিকো এবং স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছে নকআউটে যাওয়ার আগেই। সর্বশেষ তারা স্পেনের কাছে হেরেছে ১-০ গোলে।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে ৫বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এছাড়া অন্য আসরগুলোতে সেলেসাদের সর্বনিম্ন ফল ছিল কোয়ার্টার ফাইনাল। দ্বিতীয় রাউন্ড থেকেও তাদেরকে কখনো বিদায় নিতে হয়নি। অথচ এবারই প্রথম র‌্যামন মেনেজেসের অধীন দলটিকে বিদায় নিতে হলো গ্রুপ পর্ব থেকে। শুধু তাই নয়, একটি ম্যাচও না জিতে। এমন লজ্জা লাতিনের ফুটবল পাওয়ার হাউজটির জন্য একেবারেই নতুন।

চিলির এস্টাডিও এলিয়াস ফিগুয়েরো ব্রান্ডার স্টেডিয়ামে ইতালির যুবাদের মুখোমুখি হয় আর্জেন্টিনার যুবারা। ম্যাচের ৭৪তম মিনিটে দাইলান গরোস্তিয়ার একমাত্র গোলে ম্যাচের জয়-পরাজয় নির্ধারণ হয়। ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয় আর্জেন্টিনার। তবে, ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ইতালিও।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ