
আলহামদুলিল্লাহ, বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত “আমার জেলায় আমি সেরা সিজন-০২” এর ফাইনাল রাউন্ড সম্পন্ন। প্রথম এবং দ্বিতীয় রাউন্ড থেকে বাছাই করে “ক” গ্রুপ এর ১০ জন এবং “খ” গ্রুপ এর ১০ জনকে নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর সম্মানিত নির্বাহী পরিচালক- আব্দুল্লাহ আল নোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর তিলাওয়াত সম্পাদক ও নোয়াখালী অঞ্চল তত্ত্বাবধায়ক- ডি এম যুবায়ের ইসলাম, সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) মিডিয়া সম্পাদক ইস্পাহানি সরকার এবং স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন সহ স্বরূপের সাবেক পরিচালক বৃন্দ। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ও শিল্পীদের সমৃদ্ধি কামনা করেন।