৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আল আজহার ইউনিভার্সিটি থেকে দারুননাজাতের প্রথম শিক্ষার্থী হিসেবে এমফিল ডিগ্রি অর্জন

spot_img

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রথম শিক্ষার্থী হিসেবে আল আজহার ইউনিভার্সিটির উসুলুদ্দীন তথা ধর্মতত্ত্ব অনুষদের হাদিস ডিপার্টমেন্ট থেকে সর্বোচ্চ রেজাল্ট “Excellent” মুমতাজ পেয়ে তার এমফিল থিসিস ডিসকাশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয় বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী গবেষক মুহাম্মাদ শিহাব উদ্দীন আজহারীর এমফিল থিসিস ডিসকাশন সেমিনার।
আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সাইন্স অনুষদের অধীনে গবেষক মুহাম্মাদ শিহাব উদ্দীন আজহারীর লিখিত এমফিল থিসিসের আলোচ্য বিষয় ছিল:- الأحاديث المرفوعة والموقوفة الواردة في كتاب: “التيسير في التفسير” للإمام نجم الدين أبي حفص عمر بن محمد النسفي الحنفي المتوفى سنة: (537 هـ) من بداية قوله تعالي: {إِن تَتُوبَا إِلَى ٱللَّهِ فَقَد صَغَت قُلُوبُكُمَا…} (التحريم: ٤) إلي تفسير قوله تعالي: {إِنَّمَا نُطعِمُكُم لِوَجهِ ٱللَّهِ لَا نُرِیدُ مِنكُم جَزَاء وَلَا شُكُورًا} (الإنسان:٩) ( تخريجا ودراسة )।
অনুষদটির ইমাম আহমাদ আত-তাইয়িব হলে অনুষ্ঠিত সেমিনারের সুপারভাইজার ছিলেন অধ্যাপক ড. খালিদ শাকির আতিয়াহ সুলাইমান (হাফি:)।
তিনি উসুলুদ দীন বিভাগের প্রধান অধ্যাপক ও ইসলামিক সাইন্স অনুষদের হাদিস বিষয়ক অধ্যাপক।
অনুষ্ঠানে (মুনাকিশ) হিসেবে উপস্থিত হন ইসলামিক থিওলোজি অনুষদ, কায়রোর হাদিস বিভাগের অধ্যাপক ড. হিশাম ইবরাহিম ফারজ মুহাম্মাদ (হাফি:)। এবং ২য় (মুনাকিশ) হিসেবে উপস্থিত ছিলেন ড. হাসান কামাল হাসান আল কছবী (হাফি:)। তিনি কুল্লিয়াতুদ দেরাসাতুল ইসলামিয়া এর হাদিস বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক।

এছাড়াও সেমিনারে কুল্লিয়াতুল উলুমিল ইসলামীয়ার বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দের আগমনে থিসিস ডিসকাশন সেমিনারকে আরও প্রাণবন্ত করে তোলে। গতকালের এই সেমিনারে শত শত বাংলাদেশি ও বিদেশী শিক্ষার্থীর অংশগ্রহণে সেমিনারটি হয়ে উঠে প্রাণবন্ত। ডিসকাশন শেষে সুপারভাইজারগণ এমফিল গবেষক মুহাম্মাদ শিহাব উদ্দীন আজহারীকে সর্বোচ্চ ফলাফল মুমতাজ (এক্সিলেন্ট) প্রদানের মাধ্যমে উত্তীর্ণ ঘোষণা করেন। এসময় উপস্থিত সুপারভাইজারগণ, ইত্তেহাদের দায়িত্বশীবৃন্দ ও উপস্থিত শিক্ষার্থীরা এবং তার বিদেশী সহপাঠীরা গবেষককে ফুলেল শুভেচ্ছা জানান।

গবেষক সিহাব আযহারী বলেন, মহান আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ