৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

একুশ আমার চেতনায়

spot_img

একুশ আমার চেতনায়
(নিরব হাসান ইব্রাহিম)

একুশ আমার, একুশ তোমার,
একুশ সবার চেতনায়-
একুশ মানেই মাতৃভাষা,
একুশ সবার প্রেরণায়।

একুশ মানেই রক্তজবা,
জারুল আর পলাশ!
একুশ মানেই রাজপথে,
আমার ভাইয়ের লাশ।

মাতৃভাষা রক্ষার্থে –
জীবন দিলো যারা,
তোমার আমার সবার প্রিয় –
বীর পুরুষ তাঁরা।

একুশ মানেই রক্তাক্ত রাজপথ,
একুশ মানেই ভাষা শহীদ!
একুশ মানেই বরকত জব্বার-
সালাম আর শফিক।

একুশ মানেই নতুন জাগরণ,
নতুন দিনের সুভাষ-
সব ফুলেরাই রক্তাক্ত,
জীবন দেওয়ার আভাস।

ফেব্রুয়ারীর একুশ তারিখ,
অনুপ্রেরণার দিন!
মায়ের ভাষা রক্ষা করলো,
ভুলবো না তাদের ঋণ।

একুশ মানেই লড়াই করা,
একুশ মানেই সংগ্রাম –
একুশ মানেই অনুপ্রেরণা,
গাহি একুশের গান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ