৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এবার ভিসা নিয়ে বাংলাদেশিদের ‘সুখবর’ দিল ভারত

spot_img

বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু প্রক্রিয়া আরও সহজ ও সম্প্রসারিত করতে যাচ্ছে ভারত। দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, আগামীতে বাংলাদেশি নাগরিকদের জন্য আরও বেশি পরিমাণে ভিসা ইস্যু করা হবে।

সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব)-এর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

বিক্রম মিশ্রি বলেন, “বাংলাদেশে আমাদের একটি বিশাল ভিসা কার্যক্রম রয়েছে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ভিসা কার্যক্রমগুলোর একটি। গত বছরের জুলাই-আগস্টের ঘটনার পর কিছুটা ধীরগতিতে গেলেও এখন সেই অবস্থান ফিরতে শুরু করেছে। আগের তুলনায় ভিসা ইস্যুর হার বেড়েছে, এবং ভবিষ্যতে তা আরও বৃদ্ধি পাবে।”

তিনি আরও জানান, গত ৫ আগস্টের ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে কিছু সময়ের জন্য ভিসা পরিষেবা প্রভাবিত হয়েছিল, ফলে কর্মী পুনর্বিন্যাস করতে হয়েছিল। তবে বর্তমানে ভিসা কার্যক্রম আবারও পূর্ণ গতিতে পরিচালিত হচ্ছে।

সীমান্তে ‘পুশ-ইন’ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ভারতীয় পররাষ্ট্রসচিব বলেন, “পুশ-ইন একটি আইনি বিষয়, যা যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া উচিত।”

এছাড়া সীমান্তে গুলিবর্ষণ ও হত্যার ঘটনাসমূহ নিয়েও মন্তব্য করেন তিনি। বিক্রম মিশ্রির ভাষায়, “বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় চার হাজার কিলোমিটারের সীমান্ত রয়েছে। নিরাপত্তা, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনী তাদের দায়িত্ব পালন করে থাকে।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ