৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের রৌমারীতে ট্রিপল মার্ডার ঘটনায় ওসির অপসারণ দাবিতে থানা ঘেরাও করেছে বিক্ষোভকারীরা

spot_img

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম : ট্রিপল মার্ডার ঘটনায় কুড়িগ্রামের রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানের অপসারণের দাবিতে থানা ঘেরাও করেছে এলাকাবাসীরা।

ঘটনাটি ঘটে, শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে থানায় ঢুকার চেষ্টা করে এসময় ওসি সহ পুলিশের সদস্যরা বাঁধা দিলে বিক্ষোভকারীরা আধা ঘণ্টা ধরে থানা ঘেরাও করে রাখেন।

এর আগে সকাল ৯ টায় এলাকাবাসীরা উপজেলার সদর ইউনিয়নের ভুন্দুরচর-চরনতুন বন্দর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রথমে উপজেলা শহরের প্রদান প্রদান সড়ক ঘুরে রৌমারী থানার গেট খুলে প্রবেশের চেষ্টা করে এসময় ওসি সহ পুলিশ সদস্যরা বাধা দেন। পরে থানা ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। তাদের দাবি ৩ জন ব্যক্তির হত্যাকান্ডের ঘটনায় জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। এছাড়া ওসি লুৎফর রহমানের অপসারণ চায় তারা।

নিহত নুরুল আমিনের বাবা আনোয়ার হোসেন ব‌লেন, আমার ছে‌লে নুরুল হত‌্যাকা‌রি‌দের দ্রুত গ্রেপ্তার ক‌রে বিচা‌রের আওতায় আন‌তে হ‌বে। পু‌লিশ আসামি ধর‌তে গা‌ফিল‌তি কর‌ছে আমি এই ও‌সির অপসারণ চাই।

নিহত বুলু মিয়া ও ফুলবাবুর ভাই শাহাজালাল ব‌লেন, আমি এক মাস আগে অ‌ভি‌যোগ করেছি রৌমারী থানার ও‌সি কোন পদক্ষেপ নেয় নাই। তখন ওই ঘটনার পদক্ষেপ নেয়া হলে তাহ‌লে হয়‌তো এতোবড় ঘটনা ঘট‌তোনা। আবার এদি‌কে মূল আসামীও ধর‌ছে না।

থানা ঘেরাও ও অপসারণ প্রসঙ্গে জানতে চাইলে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান অস্বীকার করে বলেন, আমাদের কাছে বিক্ষোভকারীরা বিভিন্ন দাবি দাওয়া বিষয়ে আসছিল। তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জ‌মি নিয়ে বিরোধের জেরে উভ‌য় প‌ক্ষের সংঘ‌র্ষে ৩ জ‌ন নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দি‌কে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হ‌লেন, আনোয়ার হো‌সে‌নের ছে‌লে নুরুল আমিন, গোলাম মিয়ার ছে‌লে বুলু মিয়া ও ফুলবাবু।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ