
প্রার্থী মন্ডল: উৎসবমুখর পরিবেশে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনায় (এনইউবিটিকে) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেবীপক্ষের সূচনা অনুষ্ঠান। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুরু হবে এই অনুষ্ঠান।
“প্রথমবার মঞ্চে মহালয়ার পূর্ণাঙ্গ নাট্যরূপ” শিরোনামে এবারের বিশেষ পরিবেশনা দর্শকদের কাছে ভিন্নমাত্রার অভিজ্ঞতা এনে দেবে। শ্যামা জুয়েলার্সের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠান আয়োজন করেছে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার সনাতনী শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, শ্রবণ নয়, এবারে দর্শন ও থিয়েটারের মহালয়ার অভিনবতা দর্শকদের নতুনভাবে মাতিয়ে তুলবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে চলছে উৎসবের প্রস্তুতি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ খুলনার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিশিষ্টজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দেবীপক্ষকে স্বাগত জানাতে শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে অভিমত সংশ্লিষ্ট মহলের।