
মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর যৌথ বাহিনীর হামলা, পুলিশ সংস্কার এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে লোহাগাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।শনিবার (৩০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম লোহাগাড়া আমিরাবাদে গণঅধিকার পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।] বক্তারা বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ভিন্নমতের রাজনৈতিক নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমনের চেষ্টা করছে।]বক্তারা আরও বলেন, নুরুল হক নূরের উপর যারা হামলা করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। এছাড়াও, জাতীয় পার্টিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। [১২]উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের মিছিল যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে গণঅধিকার পরিষদ।