
চুলে খুসকী দূর হবে শতভাগ
খুশকী হলো ত্বকের এমন একটি অবস্থা, যা স্ক্যাল্প বা খুলির চামড়ার ওপর সাদা থেকে ধূসর রঙের শুষ্ক চামড়ার আঁশের মতো পরদ। সারাবিশ্বের প্রায় 50 শতাংশ জনসংখ্যার খুশকি রয়েছে, এমনটাই অনুমান করা হয়।
ইউনানী শাস্ত্রে খুশকী দূর করার কিছু পদ্ধতি ব্যবহার করা হয়।যা আপনাদের সাথে শেয়ার করছি।নিসিন্দা পাতার রস পাক তেলে মিশিয়ে ব্যবহারে,আমের কুশি ও হরতকি একসাথে দুধে বেটে মাথায় লাগালে,মেহেদী পাতার রস,নারিকেল তেলে কয়েক ফোঁটা খেজুরের রস মিশিয়ে,লেবুর রস মাথা ধৌতকরে মাথায় লাগালে,কাঁচা ছোলার গুড়ো ২ চামচ পরিমান আধা কাপ দধির সাথ মিশিয়ে,গাজর সিদ্ধ পানি প্রতিরাতে মাথায় মাখলে,লেবুর রস ও আমলকি মিশিয়ে মাথায় মালিশ করলে,ভিনেগার এককভাবে বা স্যাম্পুর সাথে মিশিয়ে মালিশ করলে খুশকী দূর হয়।
উপরের যে কোন পদ্ধতি ২ সপ্তাহ ব্যবহার করলে খুশকী কমে আসবে,আর ৭-৮ সপ্তাহ ব্যবহার করলে খুশকী নির্মূল হবে।
লেখক
সাবিক ওমর সবুজ
ডিইউএমএস ৩য় বর্ষ
হামদর্দ মেডিকেল কলেজ,বগুড়া
অনার্স ৪ র্থ বর্ষ
প্রাণিবিদ্যা
সরকারি আজিজুল হক কলেজ