৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জাতীয় প্রেসক্লাবে শিক্ষক সমাবেশ সফল করতে বগুড়ায় প্রস্তুতি সভা

spot_img

 

ইমামুল মিল্লাত:

জাতীয়করণ প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষকদের দাবি বাস্তবায়নে আগামী ১৩ আগস্ট ঢাকার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য শিক্ষক সমাবেশ সফল করার লক্ষ্যে বগুড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে শহরের পৌর পার্কে এ সভার আয়োজন করে বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফোরাম (বাবেশিকফো)।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি ও প্রধান শিক্ষক আইনুল ইসলাম এবং পরিচালনা করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রাজশাহী বিভাগের সমন্বয়ক আবিদুল ইসলাম আবিদ।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও শেরপুর উপজেলা সমন্বয়ক নজরুল ইসলাম, বগুড়া সদর উপজেলা সমন্বয়ক ও যুগ্ম মহাসচিব মহিদুল ইসলাম জয়, শাজাহানপুর উপজেলা সমন্বয়ক খায়রুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা সমন্বয়ক আসাদুজ্জামান ও আতিকুর রহমান, সারিয়াকান্দি উপজেলা সমন্বয়ক মাহবুবুল আলম, গাবতলী উপজেলা সমন্বয়ক জাফর ইকবাল, সোনাতলা উপজেলা সমন্বয়ক মোঃ আনোয়ারুল ইসলাম, বগুড়া জেলা সাংস্কৃতিক সম্পাদক জাকিরুল ইসলাম ও ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (আইসিটি) আব্দুস সালামসহ বিভিন্ন উপজেলার সমন্বয়ক ও শিক্ষকবৃন্দ।

সভায় বক্তারা সাবেক শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি স্কেল অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি-বিনোদন ভাতা প্রদানের দাবি পুনর্ব্যক্ত করেন। তারা আশ্বস্ত করেন, বগুড়া জেলা থেকে প্রত্যাশিত সংখ্যক শিক্ষক-কর্মচারী নিয়ে ঢাকায় সমাবেশে যোগদান করবেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ