৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাকা ও দেশের সব বিভাগে বজ্রবৃষ্টি, হতে পারে টানা ভারী বর্ষণ

spot_img

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে আগামী পাঁচ দিনে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এর সঙ্গে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত মৌসুমি বায়ুর বিস্তার লক্ষ্য করা গেছে।

আজ (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে:

  • রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
  • ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গাতেও একই ধরনের বৃষ্টি হতে পারে।
  • রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
    আগামীকাল (১১ সেপ্টেম্বর) থেকে আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস প্রায় একইরকম থাকবে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা, অন্যদিকে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমা বা অপরিবর্তিত থাকার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদফতর আশা করছে, আগামী সপ্তাহের শেষে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ