
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মো. জোবায়ের হোসেন দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার (১৩ জুলাই) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “চলমান রাজনৈতিক দল বিএনপির চাঁদাবাজি, দখলবাজি, গুম, খুন, হত্যা ইত্যাদি কর্মকাণ্ডে জড়িত থাকায় আমি আমার পদ থেকে সরে দাঁড়ালাম এবং রাজনৈতিক সকল কার্যক্রম থেকে নিজেকে অব্যাহতি দিলাম। যে দল মানুষ খুন করতে দ্বিধা বোধ করে না, সে দলে থাকার কোনো অধিকার নেই বলে আমি মনে করি।”
এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন বলেন, “জোবায়ের কখনোই ছাত্রদলের নিয়মিত কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। একবার স্থানীয় বিএনপির একটি অংশের সহযোগিতায় আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব হিসেবে মনোনীত হন। কিন্তু তার কার্যক্রম ছিল না বললেই চলে। এমনকি শুনেছি তিনি এক সময় শিবিরের কর্মী ছিলেন। সর্বশেষ কমিটিতে তাকে কোনো পদে রাখা হয়নি। তিনি আমাদের নেতা বা কর্মী নন, তাই তার পদত্যাগের প্রশ্নই ওঠে না।”
অন্যদিকে জোবায়ের হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “২০২০ সাল থেকে আমি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। কেউ প্রমাণ দেখাতে পারবে না যে আমি ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলাম। আওয়ামী লীগ যেমন যাকে-তাকে শিবির ট্যাগ দিত, এখন বিএনপিও তাই করছে।”
ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধ ও দলীয় কর্মকাণ্ড নিয়ে বিতর্কের মধ্যেই জোবায়েরের এ পদত্যাগ নতুন আলোচনা সৃষ্টি করেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।