৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দিল্লি ও কলকাতায় আসবেন হাসিনা পুত্র জয়!

spot_img

ভারতে আসতে পারেন শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। খবরটি সত্য হলে হাসিনা নিজ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ছেলের সঙ্গে মা’র দেখা হতে চলেছে।

আওয়ামী লীগের নির্বাসিত নেতারা জয়ের উক্ত সফরটি নিয়ে আশাবাদী উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এ প্রকাশিত কমলিকা সেনগুপ্ত’র প্রতিবেদনে বলা হয়েছে, “জয়ের সম্ভাব্য সফর এমন এক সময়ে হচ্ছে যখন কিনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে।”

নিউজ১৮-এর সঙ্গে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের জনৈক সাবেক মন্ত্রী বলেন, “আমরা এ বিষয়ে খুবই আশাবাদী যে তিনি (জয়) শেখ হাসিনার সাথে দেখা করবেন এবং নির্বাসিত নেতাদের সাথেও কথা বলবেন।”

বাংলাদেশের স্বাধীনতার নেতা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ২০২৪ সালের ০৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান এবং তারপর থেকে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন- মন্তব্য করে প্রতিবেদনে জানানো হয়,  “তার ছেলে বেশ কয়েক বছর ধরে মায়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন নি।”

অন্যদিকে, প্রায় একই রকম খবর দিয়ে কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকা জানিয়েছে, সম্প্রতি জয় মার্কিন নাগরিকত্ব পেয়েছেন।

(লেখাটি কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের ফেসবুক থেকে নেওয়া)

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ