দেশের বেশির ভাগ পুরুষ ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’, বললেন মাহি

চোখে চশমা, হাতে কলম। বসে আছেন একটি অফিসকক্ষে। এমন পোজে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত বুধবার দুটি ছবি পোস্ট করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। এর পরেই অনেকে সমালোচনা শুরু করে ছবি দুটি নিয়ে।
কেউ কেউ তাকে তুলনা করে মার্কিন পর্নো তারকা মিয়া খলিফার সঙ্গে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। এবার এক সাক্ষাৎকারে জানালেন, এ দেশের বেশির ভাগ পুরুষই সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। তাই এই ধরনের নোংরা ভাবনা করতে পারেন।
দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে এসব কথা বলেন মাহি। অভিনেত্রীর ভাষ্য, ‘যারা এই ধরনের সমালোচনা করে, এদের নিয়ে আর কিছু বলার নেই। আমি জানি না, এই সিগনেচারটা কে তৈরি করেছে? চশমা পরলেই আমাকে অন্য কারো মতো লাগতে হবে, এমন তো কথা না। আসলে আমার কাছে মনে হয়েছে, আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত।
হতাশাগ্রস্ত বলেই রিডিংগ্লাস পরা এ রকম ছবি দেখে তাদের কাছে মনে হয়েছে, এটা ওই রকম। এ ছাড়া আমি কোনো কারণ খুঁজে পাই না। একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে। সেটা নিয়ে মানুষ নানা মন্তব্য করতেই পারে। কিন্তু এই ধরনের স্টুপিডিটি, অসভ্যতা তো মানা যায় না।
- বিজ্ঞাপন -