
সুনামগঞ্জ প্রতিনিধি:
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দোয়ারাবাজারে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
রবিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভা কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহেরু নিগার তনু’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশাররফ হোসেন’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ডা. হারুন অর রশীদ, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হামিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মশিউর রহমান, সাংবাদিক সোহেল মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোট প্রয়োগ একজন নাগরিকের অধিকার সেটাও জানতো না এই প্রজন্ম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের মাধ্যমে এই প্রজন্ম সঠিক ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের স্বপ্ন দেখছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ, দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা হারুন আহমদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসাইন, সাংবাদিক বজলুর রহমান, আলাউদ্দিন, মামুন মুন্সি, সুমন আহমদ, আবু বক্কর প্রমুখ।