
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ভয়ংকর আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় মিল্টন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের প্রচারিত এক বার্তায় বলেন, আমি বাড়িয়ে বলছি না, ঘূর্ণিঝড়টি এখন জীবন-মৃত্যুর এক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার ঘূর্ণিঝড় মিল্টন ক্যাটাগরি -৫ এ রুপ নেয়। দক্ষিণ -পূর্ব যুক্তরাষ্ট্রে কিছুদিন আগেই হানা দিয়েছিলো হ্যারিকেন হেলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানিয়েছেন। গত ১০০ বছরের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলে দাবি করা হচ্ছে। ধারণা করা হয় ২৪০ কিলোমিটার বেগে এটি উপকূলে আঁছড়ে পড়তে পারে।
সংবাদ বুলেটিন/মালিহা