৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নন্দীগ্রামে এইচএসসি কেন্দ্রে ছাত্রদল নেতার মারধর ও হুমকি, ইউএনও’র হস্তক্ষেপ

spot_img

বগুড়ার নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হল গার্ডকে মারধর ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটিয়েছেন এক ছাত্রদল নেতা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় অংশ নেন ছাত্রদল নেতা ফিরোজ আহম্মেদ শাকিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমসিকিউ (MCQ) অংশের সময় শেষ হলে দায়িত্বপ্রাপ্ত হল গার্ড মো. ফেরদৌস আলী উত্তরপত্র জমা দিতে বলেন। এসময় পরীক্ষার্থী ফিরোজ আহম্মেদ শাকিল ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বলেন, “আমি ছাত্রদল সভাপতি”—এই কথা বলেই হল গার্ডকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পরপরই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. লায়লা আঞ্জুমান বানুকে অবহিত করেন। খবর পেয়ে ইউএনও নিজে থানার অফিসার ইনচার্জ (ওসি)কে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন।

এ বিষয়ে ইউএনও মোসা. লায়লা আঞ্জুমান বানু জানান, “ঘটনার বিষয়ে অবগত হয়েই কেন্দ্র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।”

উল্লেখ্য, অভিযুক্ত ফিরোজ আহম্মেদ শাকিল নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে পরিচিত।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ