
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) দুই হাজার কেজি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার দুপুরে মামলার পর অভিযুক্ত দুজনকে কারাগারে পাঠানো হয়। এর আগে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে নন্দীগ্রাম থেকে শেরপুর উপজেলায় পাচারের সময় ধুন্দার বাজার থেকে ৪০ বস্তা চালসহ দুজনকে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন।