
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধ: বগুড়ার নন্দীগ্রামে মাদ্রাসার অধ্যক্ষকে অপসারণের দাবিতে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা । বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিংজানী ডি.এস.এস সিনিয়র আলিম মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থী এলাকাবাসীরা প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মান্নানের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম অভিযোগ এনে অপসারণের দাবিতে এ মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বগুড়া নাটোর মহাসড়কের প্রায় এক কিলোমিটার রাস্তা ঘন্টা ব্যাপী বিভিন্ন যানবাহন আটকে থাকে। পরে মাদ্রাসা শিক্ষক নন্দীগ্রাম থানা পুলিশ ও কুন্দরহাট হাইওয়ে থানা পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।