
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়া নন্দীগ্রাম উপজেলার ৩ নং ভাটরা ইউনিয়ন এর ছোট-কঞ্চি গ্রামে (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকায় সনাতন ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেন, নন্দীগ্রাম-কাহালু-৩৯ (বগুড়া-৪) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন
এ সময় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন বিএনপি’র বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে আসন্ন জাতীয় নির্বাচনে সাধারণ মানুষেকে বিএনপিকে ভোট দেয়ার কথা বলেন।
বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের মিলিত আবাসভূমি। সনাতন ধর্মাবলম্বীসহ আমরা সকলে মিলে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখব।”
তিনি আরও বলেন, “নন্দীগ্রামের প্রতিটি মানুষ আমার কাছে সমান। আপনাদের সমস্যাগুলো আমি মনোযোগ দিয়ে শুনব এবং সেগুলো সমাধানের জন্য চেষ্টা করব।”
সাবেক এমপি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, “ধর্মীয় উৎসব যেমন দুর্গাপূজা, জন্মাষ্টমী কিংবা কীর্তন—এসব শুধু আপনাদের নয়, এগুলো আমাদের সবার। আপনাদের আনন্দ-উৎসবে আমিও আপনাদের সঙ্গে আছি।”
তিনি ঐক্যের বার্তা দিয়ে বলেন, “যেকোনো বিভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ঐক্য থাকলেই উন্নয়ন সম্ভব, শান্তি সম্ভব।”
শেষে তিনি আশ্বাস দিয়ে বলেন, “আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনারা আমাকে যেকোনো সময় আপনাদের অভিভাবক হিসেবে পাবেন।
তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে শারদীয় দুর্গা উৎসব পালন করার কথা বলেন ও বিএনপি’র পক্ষ থেকে তাদের এ উৎসবের সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর,সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী। পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু।৩ নং ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ-আল হেলাল,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, সেত্রেটারী আব্দুল হান্নান, পৌর কৃষক দলের সভাপতি শ্রী-সুশান্ত কুমার শান্ত,উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ হোসেন, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক কোরবান আলী, মতিউর রহমান মুসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সহ সভাপতি নবির শেখ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূর নবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন,৩নং সদর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।