১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নামের সঙ্গে ইসলাম থাকলেই ইসলামী দল হয় না: সালাহউদ্দিন

spot_img

দলের নামের সঙ্গে ‘ইসলাম’ শব্দটি থাকলেই সেই দল ইসলামী হয়ে যায় না— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসা পরিদর্শন শেষে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “ইসলাম কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। ইসলাম মানবকল্যাণের ধর্ম— এটি বিভাজনের নয়, বরং ঐক্যের আহ্বান জানায়।”

তিনি আরও বলেন, “শুধু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দীনকে ব্যবহার করা উচিত নয়। বিএনপি এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে জাতি, ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না।”

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য অভিযোগ করেন, “বিএনপি ইসলামবিদ্বেষী— এটি সম্পূর্ণ অপপ্রচার। বাস্তবে আলেম ও ইসলামবিদ্বেষী শক্তির পতন হয়েছে আওয়ামী লীগের মধ্যেই। বিএনপি বরাবরই ইসলামপ্রেমী মানুষ ও আলেম সমাজের পাশে থেকেছে।”

তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “রাজনৈতিক স্বার্থে কেউ যেন জাতীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে। ঐক্যই হতে পারে জাতীয় মুক্তির একমাত্র পথ।”

পরে সালাহউদ্দিন আহমদ মাদ্রাসার প্রয়াত পরিচালক মরহুম আহমেদ হাসান, মুফতি নুরুল হক ও আল্লামা শাহ তৈয়ব সাহেবের কবর জিয়ারত করেন এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীও উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ