৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পটিয়ায় সাঁতার শিখাতে গিয়ে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

spot_img

মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় সাঁতার শিখাতে গিয়ে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম বাথুয়া ৭নং ওয়ার্ডের স্থানীয় একটি পুকুরে তাদের এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম বাথুয়া ৭নং ওয়ার্ডের বাসিন্দা বজল আহমদের ছেলে মোহাম্মদ নাছির (৫৫) ও তার ভাতিজা মোহাম্মদ আইরিয়ান (১৫)। সে বাহার উদ্দিনের ছেলে।

জানা গেছে, আইরিয়ানের পরিবার দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় থাকেন। কোরবানির ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি আসেন। সোমবার দুপুরে চাচা ভাতিজা পুকুরে গোসল করতে যায়। এসময় চাচা নাছির ভাতিজাকে সাঁতার শেখানোর চেষ্টা করে। সাঁতার শেখানোর এক পর্যায়ে হাত থেকে ভাতিজা ছুটে যায়। ভাতিজাকে খুঁজতে গিয়ে চাচাসহ পানিতে ডুবে মারা যান। বেশ কিছুক্ষণ পর পানিতে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল ফয়েজ জানান, দুপুরে গোসল করতে নেমে আপন চাচা-ভাতিজা মারা গেছেন। পরে তাদের মরদেহ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ