৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পদোন্নতি পেয়ে এডিসি হলেন নন্দীগ্রামের ইউএনও লায়লা আঞ্জুমান বানু

spot_img

 

 

রাকিব বাবু , নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
দক্ষতা ও দূরদর্শিতা দিয়ে একের পর এক ভালো কাজের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পেয়েছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু। তার নতুন কর্মস্থল টাঙ্গাইল জেলায়। গত ২৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে টাঙ্গাইল জেলায় লায়লা আঞ্জুমান বানুর অতিরিক্ত জেলা প্রশাসকের পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। ২০২৪ সালের ১০ নভেম্বর নন্দীগ্রাম উপজেলায় যোগদান করেন লায়লা আঞ্জুমান বানু। ইউএনও হিসেবে যোগদানের পর সর্বদাই তিনি নিজের সেরাটা দিয়ে প্রশাসনের সব কাজের পাশাপাশি মানুষের জন্য কাজ করেছেন বিরামহীনভাবে। নিয়মিতো মোবাইল কোর্টের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও ব্যবসায়ী মহলে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সকল বাধা উপেক্ষা করে তিনি সাহসিকতার মধ্য দিয়ে সৃষ্টিশীল ও ব্যতিক্রমী কর্মযজ্ঞ করে উপজেলার সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নেন। নন্দীগ্রামে মাত্র ১০ মাস থাকাকালীন সময়েই উপজেলাতে লাগিয়েছেন উন্নয়নের ছোঁয়া। জানা যায় এই ১০ মাসেই শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য উপজেলা শিশু পার্কে নতুন রাইডস স্থাপন এবং ওয়াকওয়ে নির্মাণের কাজ চলমান রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী, স্কুল ব্যাগ ও বেঞ্চ বিতরণ, ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে প্যালাসাইটিং ও সংযোগ সড়ক তৈরি, মেয়ে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে স্যানিটারি ন্যাপকিন বিতরণ, বিয়াম স্কুলের উন্নয়নের জন্য নতুন বিল্ডিং এর প্রস্তাব প্রেরণ ও অনুমোদন, গ্রাম পুলিশ ও আনসারদের মাঝে টর্চলাইট, লাঠি, বাঁশি বিতরণ, রিকশা ও ভ্যানচালকদের মাঝে রেইনকোট বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ, দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, দুস্থ শিশুদের মাঝে শিশুখাদ্য বিতরণ, ডাস্টবিন বিতরণ, বামনগাও বধ্যভূমির উন্নয়ন ও বধ্যভূমিতে যাওয়ার রাস্তা সংস্কার, এছাড়াও পৌরসভার ওয়ার্ডভিত্তিক রোড লাইট মার্কিং ও সংখ্যা বৃদ্ধি করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধিকরণ, ডেঙ্গু মশক নিধনে ওয়ার্ডভিত্তিক নিয়মমাফিক ফগার মেশিন স্প্রের কার্যক্রম চলমান, ওমরপুর হাট ও নন্দীগ্রাম বাজারে স্লটার হাউস নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে। এসব কারণে অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হয়েছে লায়লা আঞ্জুমান বানু। সদ্য পদন্নোতি প্রাপ্ত (এডিসি) ও উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নাটোর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ থেকে এইচএসসি শেষ করেন। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে স্নাতক (ডিভিএম ডিগ্রি) ও স্নাতকোত্তর সম্পন্ন করে ৩৪তম বিসিএস প্রশাসনে যোগদান করেন। শুরুতেই ২০১৬ সালের ১ জুন সহকারী কমিশনার হিসেবে দিনাজপুর ডিসি অফিসে যোগদান করেন। ২০১৯ সালে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুরে সহকারী কমিশনার হিসেবে, এরপর ২০২০ সালে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকাতে সহকারী কমিশনার, ২০২১ সালে লালবাগ রাজস্ব সার্কেল, ঢাকাতে সহকারী কমিশনার (ভূমি), একই সালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, ২০২২ সালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, ২০২৩ সালে নওগাঁ জেলার মান্দা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন শেষে সর্বশেষ ২০২৪ সালের ১০ নভেম্বর নন্দীগ্রাম উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে অদ্যবধি সুনামের সহিত চাকুরি করে যাচ্ছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ