৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় কৃষিতে ২ ভাইয়ের ভাগ‍্য বদল

spot_img

ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনটে কাউসার হোসাইন ও তানজির রহমান নামের দুই ভাই সাফল্যের মুখ দেখেছে কৃষিখাতে। সহোদর দুই ভাই উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। কাউসার হোসাইন, সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স এবং তানজির রহমান ধুনট উপজেলার সোনাহাটা ডিগ্রী কলেজ থেকে এইসএসসি সম্পন্ন করেন।

সহোদর দুই ভাই তাদের ১১ শতাংশ জমিতে ১৫ হাজার টাকা খরচ করে ৬৫টি ভিয়েতনাম জাতের মালটা চাষ করেন। দুই বছরে ওই জমি থেকে দেড় লাখ টাকা আয় হয়। ২ মাস আগে ৩ শতক জমিতে পরীক্ষামূলক ভাবে ৪০০ পিস স্ট্রবেরী গাছ লাগিয়েছে সহোদর দুই ভাই। এছাড়াও ৫ বছর আগে ২০২১ সালে ৫৫ হাজার টাকা খরচ করে ৩৩ শতাংশ জমিতে থাই পেয়ারা চাষ করে তারা। ৫ বছরে ওই জমি থেকে অন্ততপক্ষে ৭ থেকে ৮ লাখ টাকা আয় করে তারা। পাশের আরও ৩৩ শতাংশ জমিতে ২০২৩ সালে প্রায় ৪০ হাজার টাকা খরচ করে ভারত সুন্দরী নামের কুল (বরই) চাষ করে। তারা এখন পর্যন্ত বরই চাষ থেকে ২ লাখ টাকা আয় করেছে।

কাউসার হোসাইন জানান, লেখা পড়ার পাশাপাশি ১১ শতাংশ জমিতে মালটা চাষ করি। ভালো ফলন ও আয় হওয়ায় পরবর্তিতে আরো জমিতে মালটাার পাশাপাশি থাই পেয়ারা, বরই চাষ করি। চলতি মৌসুমে পরীক্ষামূলক ভাবে ৩ শতাংশ জমিতে ৪শটি চারা লাগিয়ে স্ট্রবেরী চাষ করেছি। ফল আসতে শুরু করেছে। কিছু দিন পর তা বিক্রির উপযুক্ত হবে বলে মনে করি। চাষাবাদ করতে অনেক সময় কৃষি অফিসের সাথে যোগাযোগ করে পরামর্শ গ্রহন করি।

স্থানীয় ইউপি সদস্য রাকিবুল ইসলাম বলেন, কাউসার হোসাইন ও তানজির রহমান লেখাপড়ার পাশাপাশি কৃষিতে এমন সাফল্য বয়ে আনবে তা আমরা কল্পনাও করিনি। তবে তাদের এই চাষাবাদ দেখে স্থানীয় অনেকেই ফল চাষের প্রতি আগ্রহী হচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ