
বগুড়ায় ট্রাক ছিনতাইকারী ধরতে গিয়ে নারুলী পুলিশ ফাঁড়ীর দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১০ টার দিকে শহরের ধাওয়াপাড়া এলাকায় পুলিশের উপর এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন, সদর থানার অন্তর্ভুক্ত নারুলি পুলিশ ফাঁড়ির এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব।
বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক।
পুলিশের এই কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি থেকে বালুভর্তি একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে একদল দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে চালককে দিয়ে ট্রাকটি নারুলিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার ধাওয়াপাড়ায় একটি মাঠে এনে বালু আনলোড করে ট্রাকটি খালি অবস্থায় একটি ছ’মিলের পাশে রেখে দেয়। এরপর চালককে সুইট নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে আটকে রাখা হয় এবং তার মালিকের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
তিনি আরো জানান, খবর পেয়ে রাত সাড়ে দশটার দিকে পুলিশ অভিযান চালিয়ে চালক ও ট্রাকটি উদ্ধার করে। এ সময় সুইট পালিয়ে গেলেও প্রাচীরের পাশ থেকে দুর্বৃত্তরা ইটপাটকেল ছুড়ে পুলিশের উপর হামলা চালায়। এতে আহত হন এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব।পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, পুলিশ সদস্যদের উপর হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।