৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ২৫ শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা করায় ৩ কলেজ কর্মচারী আটক

spot_img

বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিকে অফলাইনে ভর্তির প্রলোভন দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে তিন কর্মচারিকে আটক করা হয়েছে। শনিবার

বিকেলে কলেজ ক্যাম্পাস থেকে তাদের নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ুন কবিরের নেতৃত্বে চার সদস্যের একটি দল প্রতারণার বিষয়টি তদন্তের জন্য শাহ সুলতান কলেজে আসে।

আটক তিন জন হলেন, আমিনুল ইসলাম, হারুনুর রশিদ ও আব্দুল হান্নান। এরা সবাই শাহ সুলতান কলেজের অফিস সহায়ক হিসেবে কর্মরত। আমিনুল ইসলাম ও হারুনকে র্যা ব নিয়ে যায়। আর আব্দুল হান্নানকে আটক করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার নজরুল

ইসলাম। তিনি জানান, সংবাদ মাধ্যমসহ বিভিন্ন সূত্রে শাহ সুলতান কলেজে ভর্তি কার্যক্রমে প্রতারণার খবরটি জানা যায়। বিষয়টি জানার পর থেকে র‍্যাব খোঁজখবর করে তিনজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে। এ জন্য তদন্তের জন্য আজ শনিবার তাদের আটক করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক (এইসএসসি) পরীক্ষার দিতে না পেরে কয়েকজন শিক্ষার্থী শাহ সুলতান কলেজে এসে ক্ষোভ প্রকাশ করে। পরে এ ঘটনায় সংবাদ প্রচারের বিষয়টি দেশে আলোড়ন সৃষ্টি করেতাদের সঙ্গে কথা বলে ভর্তির নামে প্রতারণার ঘটনাটি উঠে আসে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ