৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়া গাবতলিতে ছাত্রশিবিরের উদ্যাগে হাফেজিয়া মাদ্রাসায় ফ্রীজ প্রদান

spot_img

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে জাগুলী নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসায় ফ্রিজ উপহার প্রদান করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে ফ্রিজটি তুলে দেওয়া হয়

ইসলামী ছাত্রশিবির গাবতলী থানা সভাপতি হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী। তিনি বলেন, “শিক্ষা ও মানবকল্যাণে ইসলামী ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ছাত্রশিবির কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়; তারা শিক্ষা, দাওয়াত ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সচেষ্ট। আজকের এই ফ্রিজ উপহার সেই ধারাবাহিকতার অংশ।”

গাবতলি থানা শাখার সভাপতি হাবিবুল্লাহ বলেন,ইসলামী ছাত্রশিবিরের এই ধরনের কল্যাণমূলক উদ্যোগ সমাজে শিক্ষা বিস্তার ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ভূমিকা রাখছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বগুড়া জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন রামেশ্বরপুর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবির গাবতলী থানা সেক্রেটারি শিহাব হোসেন, রামেশ্বরপুর ইউনিয়ন শাখার সভাপতি মেহেদী হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ