৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

spot_img

বগুড়ায় বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

বগুড়ার কাহালুতে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগে পুড়িয়ে দেয়ার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার রাত ৯ টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২ টার দিকে মামলা করেন পাইকড় ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার কাজী।
পুলিশ জানায়, মামলায় ৫০ জন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে মামলায়।
গ্রেপ্তার দুজন হলেন পাইকড় ইউনিয়নের বিএনপি নেতা আবু তাহের মন্টু ও রতন। এ ছাড়া দুর্বৃত্তদের হামলায় শিপন নামে স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি আমবার হোসেন।
হামলার বিষয়ে পাইকড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মিটু চৌধুরী জানান, গত শুক্রবার বিকেলে বিএনপির উপজেলা কমিটির নেতারা আড়োলায় কর্মীসভা করতে গেলে স্থানীয় লোকজনের বাঁধার মুখে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার রাতে বিএনপি-জামায়াতের ৩০০ নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে আড়োলা বাজারে পাইকড় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে সামনে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় ৩ নম্বর ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদের মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় তারা।
তবে এসব ঘটনা অস্বীকার করেন কাহালু থানা বিএনপির সভাপতি ফরিদুর রহমান ফরিদ। তিনি দাবি করেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ। সেখানে বিএনপি নেতাকর্মীরা যাতে যেতে না পারে এ জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে।
ওসি আমবার হোসেন বলেন, শনিবার রাত ৯টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ছানোয়ার কাজী। মামলায় বিএনপি-জামায়াতের ৩০০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ