
মাঝিরা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় ডোমনপুকুর মাদ্রাসা মাঠে মাঝিড়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মাের্শেদ মিল্টন। ইউনিয়ন বিএনপির যুগ্ম_সম্পাদক আতাহার আলী কাইয়ুম ও সাংগঠনিক সম্পাদক মোশারফ হাসানের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। সস্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন শানি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদেলর সভাপতি আব্দুল্লাহ ছোটন, গাবতলী উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর পলাশ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমান আজাদ, সদস্য সচিব হাসান আলী, মাঝিড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।