৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্ব জনসংখ্যার ৪৫ শতাংশ মানুষ ভুগছেন দাঁত, মাড়ির সমস্যায়

spot_img

বিশ্ব জনসংখ্যার ৪৫ শতাংশ মানুষ ভুগছেন দাঁত, মাড়ির সমস্যায়, নেপথ্যে কোন বিষয়কে দায়ী করল ‘হু’?

দাঁতের সমস্যা, মাড়ি দিয়ে রক্তপাত, মুখের ক্যানসার—বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা এখন মুখগহ্বরের রোগ নিয়ে ভুগছে। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর তরফে জানানো হয়েছে, মুখগহ্বরের স্বাস্থ্য পরিষেবাগুলো অনেকের কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেনি, যার জেরে জনগোষ্ঠীর উপর খারাপ প্রভাব পড়ছে। তবে, হু-এর তরফে এটাও জানানো হয়েছে যে, মুখগহ্বরের এমন অনেক রোগ রয়েছে যা কার্যকর চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা সমীক্ষা অনুযায়ী, বিশ্বে জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ মানুষ দাঁতের ক্ষয়, মাড়ির সমস্যা এবং অন্যান্য মুখগহ্বরের সমস্যায় ভুগছে। বিশ্বজুড়ে প্রায় ৩৫০ কোটি মানুষের মুখগহ্বরে নানা সমস্যা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত ৩০ বছরে বিশ্বজুড়ে মুখগহ্বরের সমস্যায় রোগীর সংখ্যা ১০০ কোটি বেড়ে গিয়েছে। এই সমীক্ষায় বিশ্বের ১৯৫টি দেশের মৌখিক স্বাস্থ্যই পর্যালোচনা করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ