১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বোর্ড সেরা রাজশাহী, ২য় বগুড়া

spot_img

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এবার রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে সেরা ফল করেছে রাজশাহী জেলা। পাসের হার ও মেধা তালিকা—দুই ক্ষেত্রেই এগিয়ে রয়েছে জেলাটি। দীর্ঘদিন শীর্ষে থাকা বগুড়া এবার এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী জেলার ২৬ হাজার ২৮৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৮ হাজার ৭০৭ জন। পাসের হার ৭১ দশমিক ১৬ শতাংশ। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৮ জন।

দ্বিতীয় স্থানে থাকা বগুড়া জেলার ২৫ হাজার ৬৯০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৯২১ জন। পাসের হার ৬৯ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৬৩ জন।

তৃতীয় স্থানে রয়েছে জয়পুরহাট জেলা। সেখানে ৬ হাজার ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৬২৫ জন পাস করেছে, পাসের হার ৫৮ দশমিক ৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৭৮ জন।

পাবনা জেলায় ১৭ হাজার ৬২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৬৩২ জন। পাসের হার ৫৪ দশমিক ৬৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫০ জন।

চাঁপাইনবাবগঞ্জে ৯ হাজার ৫৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ হাজার ১৪৮ জন। পাসের হার ৫৩ দশমিক ৬৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৫৪ জন।

নাটোর জেলায় ১১ হাজার ১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ হাজার ৬৮১ জন। পাসের হার ৫১ দশমিক ৫৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩২১ জন।

নওগাঁ জেলায় ১২ হাজার ১৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ হাজার ১৩৯ জন। পাসের হার ৫০ দশমিক ৪১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৫০ জন।

সবচেয়ে কম পাসের হার দেখা গেছে সিরাজগঞ্জ জেলায়। সেখানে ২২ হাজার ২৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ হাজার ৮৮৯ জন। পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৭৮৩ জন।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সারা দেশে পাসের হার ৫৮.৮৩। বৃহস্পতিবার সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল প্রকাশ করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ