৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষে দারুননাজাত মডেল মাদ্রাসা

spot_img

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে দারুননাজাত মডেল মাদ্রাসা (ভালুকা শাখা)। এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করা ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জনই গোল্ডেনসহ জিপিএ-৫ এবং একজন পেয়েছে জিপিএ ৪.৮৮। ফলে মাদ্রাসাটি উপজেলায় সর্বাধিক জিপিএ-৫ অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে শীর্ষস্থান দখল করেছে।

দলীয় রাজনীতিমুক্ত, সুন্নতে নববীর পূর্ণ অনুসরণে ও আউলিয়া কেরামের দেখানো পথে পরিচালিত এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে। প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত এ মাদ্রাসায় ছাত্ররা নিয়মিত লেখাপড়ার পাশাপাশি আদর্শ চরিত্র গঠনের দীক্ষাও লাভ করছে।

মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুল কালাম সিদ্দীকি বলেন, “আমাদের এ সাফল্যের পেছনে রয়েছে আল্লাহর অশেষ রহমত, শিক্ষার্থীদের একাগ্র মনোযোগ ও অধ্যবসায়, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা, অভিজ্ঞ গর্ভনিং বডির সুদক্ষ পরিচালনা এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম। সেই সঙ্গে দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত আখম আবু বকর সিদ্দিক (মা. জা.) সাহেবের দোয়ার বরকতও আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে।”

তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করছি শুধু পরীক্ষার ফলাফল নয়, একজন আদর্শ দ্বীনদার ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেও দারুননাজাত মডেল মাদ্রাসা দাখিল পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে। শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে পরিচালিত এ মাদ্রাসা দিন দিন আরও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, যা ভালুকা উপজেলার শিক্ষা অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ