
ভুসির সঙ্গে লাল রং মিশিয়ে তৈরি হচ্ছিল ‘মরিচের গুঁড়া’
ভুসি ও নষ্ট মরিচ মেশিনের সাহায্যে গুঁড়া করে তার সঙ্গে লাল রং মিশিয়ে তৈরি করা হচ্ছিল ‘মরিচের গুঁড়া’। একই কায়দায় তৈরি হচ্ছিল ধনিয়া এবং হলুদের গুঁড়াও। এভাবে ভেজাল মসলা তৈরির সময় চট্টগ্রামের আছদগঞ্জের ইসলাম কলোনির একটি কারখানা থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে আরিফের মরিচের মিলে অভিযান চালিয়ে মো. জামাল উদ্দীন (৩৫) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। তিনি হাটহাজারী থানার দেওয়ান নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আবু কাশেমের ছেলে।
এসময় ওই কারখানা থেকে ২০০ কেজি ভুসি, ৪৬ কেজি নষ্ট শুকনো মরিচ, তিন কেজি কয়লার গুঁড়া, ৭০ কেজি ভেজাল মিশ্রিত মরিচের গুঁড়া, ৯০ কেজি ভেজাল মিশ্রিত ধনিয়ার গুঁড়া, ৬০ কেজি হলুদ ও ভুসির মিশ্রণ, একটি ওজন মাপার ডিজিটাল স্কেল, আধা কেজি লাল রঙের পাউডার উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ভুসির সঙ্গে নষ্ট মরিচ ও লাল রং মিশিয়ে ভেজাল মরিচ ও মসলা তৈরি করা হচ্ছিল আছদগঞ্জ এলাকার একটি কারখানায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. জামাল উদ্দীন নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় মো. আরিফ (৩৫) নামে আরেক ব্যক্তিসহ দুই-তিনজন পালিয়ে যায়।
তিনি জানান, গ্রেফতার ও পলাতক ব্যক্তিদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। রোববার গ্রেফতার আসামিকে আদালতে হাজির করা হবে।।