
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়া শাজাহানপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে থানা কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার আমরুল, আশেকপুর, মাদলা ও মাঝিড়া ইউনিয়নের একাধিক পূজামণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এসময় পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি পরিদর্শনের পাশাপাশি নগদ আর্থিক সহায়তাও প্রদান করা হয়। পূজামণ্ডপে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান।
পরিদর্শনে উপস্থিত ছিলেন—শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাফর আলমগীর, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, পৌরসভার ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান সাইদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু, মাঝিড়া ইউনিয়নের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, আমরুল ইউনিয়ন সভাপতি শাহ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোখছেদুর রহমান মানিক, থানা কমিটির নিবার্হী সদস্য আজাদুর রহমান আজাদ, খড়না ইউনিয়নে সহ-সভাপতি রুহুল আমিন রঞ্জু, ৮ নং ওয়ার্ড কমিনিউটি সভাপতি শাহ আলম, সহ-সভাপতি শফিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আলমসহ ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দু-মুসলিম মিলেই আমাদের বাংলাদেশ। এ দেশ সম্প্রীতির দেশ।