
মোংলা সংবাদদাতা: মোংলায় প্রতিবেশীর বাড়ী ও ঘেরের যাতায়াতের রাস্তা আটকে দিয়েছে প্রতিপক্ষরা। ফলে দীর্ঘদিন ধরে ওই পরিবারটি অবরুদ্ধ হয়ে রয়েছে। এনিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি ভুক্তভোগীরা।
থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ চিলা এলাকার বাসিন্দা রুবিয়া বেগমের (৫০) সাথে একই এলাকার প্রতিবেশী বাবুল শেখের (৫৫) মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে এক মাস পূর্বে রুবিয়া বেগমের চিংড়ি ঘেরের বেড়ী ঘেরা বেড়া দিয়ে ঘিরে নেয় বাবুল শেখ। এরপর গত দুই সপ্তাহ আগে রুবিয়ার বসতবাড়ীর রাস্তা ঘিরে নেয় বাবুল। এনিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে উভয় পক্ষ। পরে সংঘাত এড়াতে ও শান্তিপূর্ণ মিমাংসার জন্য থানায় লিখিত অভিযোগ দেন রুবিয়া। কিন্তু বেশ কিছু দিন অতিবাহিত হয়ে গেলেও এ ঘটনার কোন সুরহা করতে পারেনি পুলিশ। তাই বিবদমান বিষয়টি নিয়ে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা করছেন স্থানীয়রা।
ভুক্তভোগী রুবিয়া বেগম বলেন, দীর্ঘ ২০ বছর ধরে আমরা বসতবাড়ীর নিজ পথ দিয়ে যাতায়াত করছি। আর ঘেরের বেড়ীও আমাদের দেয়া। কিন্তু প্রতিপক্ষ বাবুল শেখ জোরপূর্বক আমাদের বাড়ী ও ঘেরে যাতায়াতের পথ ঘেরা বেড়া দিয়ে আটকে রেখছেন। থানায় অভিযোগ দিয়েও তার কোন প্রতিকার পাচ্ছিনা।
অভিযুক্ত বাবুল শেখ বলেন, আমার জায়গায় আমি ঘেরা বেড়া দিয়েছি, আমি কারো বাড়ী কিংবা ঘেরের পথ আটকাইনি।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, যেহেতু জমিজমা সংক্রান্ত বিষয়, তাই ভুক্তভোগীকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।