৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন মেসি

spot_img

ডেস্ক রিপোর্ট:
মৌসুম শেষে লিওনেল মেসির পিএসজি ছাড়ার কথা অনেক দিন থেকেই চলমান। সর্বশেষ পরিস্থিতি আর্জেন্টাইন তারকার ক্লাব ছেড়ে যাওয়ার পথটাকে আরও সহজ করে দিয়েছে। অনুমতি না নিয়ে সৌদি আরব সফর করায় মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি। শাস্তির খবরের পর জানা গেলো, এই মৌসুম পর চুক্তির মেয়াদ শেষ হতেই ফরাসি জায়ান্টদের বিদায় বলছেন তিনি।

ইএসপিএন গত মাসেই জানিয়েছিল, নতুন চুক্তিতে মেসি হয়তো সই করবেন না। কিন্তু বর্তমান অবস্থায় ক্লাব ও মেসি দুই পক্ষই এখন বিপরীত মেরুতে। সম্পর্ক ছিন্ন ছাড়া যার বিকল্প ছিল না। ফলে দুই পক্ষই চুক্তি বাড়ানোর পক্ষে আর রাজি নয়। 
লরিয়াঁর কাছে ৩-১ গোলে পরাজয়ের পর মেসি সৌদি আরবে সপরিবারে উড়ে গেছেন। পরে জানা গেছে, ক্লাবের অনুমতি নেননি তিনি। এর পরই নেমে আসে শাস্তির খড়গ। ইএসপিএন জানিয়েছে, এই ঘটনা ড্রেসিং রুমে অস্থিরতা তৈরি করেছে। তাছাড়া এই ঘটনায় কিছু খেলোয়াড়ও নাকি খুশি নন।

অথচ সূত্র বলেছে, বিশ্বকাপের আগে নতুন চুক্তির ব্যাপারে ক্লাব ও মেসির একটা নীতিগত অবস্থান ছিল। কিন্তু চলমান পরিস্থিতিতে দুই পক্ষের অবস্থান আমূল বদলে গেছে। মেসি নিজেও বিশ্বকাপের চোখ ঝলসানো পারফরম্যান্স প্যারিসের ক্লাবটিতে দিতে পারছেন না।
এই অবস্থায় মেসির কাছে তিনটি সম্ভাবনার দ্বার উন্মুক্ত। সৌদি আরবের একটি ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব এরই মধ্যে তার কাছে আছে। তাছাড়া বার্সেলোনা হন্যে হয়ে ঘুরছে তাকে পুনরায় দলে ভেড়াতে। মেসিকে নিয়ে আগ্রহ আছে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিরও।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ