
বগুড়া শাজাহানপুরে মোঃ আব্দুল মালেক (৫৫) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
তিনি আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আশেকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
গ্রেফতারকৃত মালেক উপজেলার দাড়িকামারি গ্ৰামের ওসমান আলীর পুত্র।
থানা সূত্রে জানা যায়, শাজাহানপুর থানায় ০৮ মার্চ ২০২৫ তারিখে দায়েরকৃত মামলা নং-১৭ ও জি.আর. নং-৮০, সময়- ১৯:১০ ঘটিকায়, পেনাল কোড ১৮৬০-এর ধারা ১৪৩/৩২৬/৩০৭/৩২৫/১১৪/৩৪ এর অধীনে মোঃ আব্দুল মালেকের বিরুদ্ধে মামলা রুজু হয়। মামলার তদন্ত চলাকালীন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, বুধবার (২৮ মে) দুপুর ১২:১০ টায় আশেকপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।