৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ইউপি সদস্যের লাঠির আঘাতে বৃদ্ধ’র মৃত্যু

spot_img

বগুড়া শাজাহানপুরে আমরুল ইউনিয়নের মাড়িয়া চরপাড়া গ্রামে বাদশা মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে শিশু ধর্ষণের মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম্য শালিশী বৈঠকে বিএনপি নেতাদের নির্দেশে সাবেক ইউপি সদস্য মতিউর রহমান মতি কর্তৃক বেধড়ক মারপিটে আহত করা হয়। সকালে মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত বাদশা মিয়া ওই গ্রামের মৃত রমযান আলীর পুত্র। ঘটনার বিবরণ, স্থানীয় ও থানাসূত্রে জানাগেছে ২৫ আগস্ট রোববার রাত ৯ টায় মাড়িয়া চরপাড়ায় শালিশ বৈঠক বসে। শালিশে নিহত বাদশা মিয়ার নামে শিশু ধর্ষণের মিথ্যা অভিযোগ এনে মিমাংসা করার জন্য ৩ লাখ টাকা দাবী করে বিচারকমন্ডলী। সেখানে বিচারকের দায়িত্বে ছিলেন বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য মতিউর রহমান মতি সহ আরো অনেকে। প্রায় দু’শতাধিক লোকের উপস্থিতিতে বৈঠক হয়। টাকা দিতে অপারগ হওয়ায় বিচারকগণ বাদশা মিয়াকে শাস্তিস্বরুপ উপস্থিত লোকজনের সামনেই দশহাত নাকে খত দেয়া সহ ২০বার কানধরে উঠবস করায়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন বাদশা মিয়া ও তার পরিবার। এতেই তারা ক্ষ্যান্ত হয়নি। বিচারকমন্ডলী তাকে লাঠিপেটা করার নির্দেশ দেয়। নির্দেশ মোতাবেক আমরুল ইউপির সাবেক সদস্য মতিউর রহমান মতি বাদশা মিয়াকে বেধড়ক মারপিট করায় সে অসুস্থ হয়ে পড়ে। পরের দিন ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবারের সদস্যরা জানায়, মিথ্যা অপবাদ দিয়ে বিএনপি নেতা, মতি মেম্বার ও তাদের লোকজন আমাদের কাছে তিনলাখ টাকা দাবি করে। টাকা না দেয়ায় তারা মারপিট করে বাদশা মিয়াকে হত্যা করেছে। আমরা খুনিদের ফাঁসি চাই। শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ