৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ইজিবাইক চালক রাজু হত্যা প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

spot_img

শাজাহানপুরে ইজিবাইক চালক রাজু হত্যা প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরের নিশ্চিন্তপুর এলাকায় আশংকাজনক হারে বেড়েছে খুন, ছিনতাই ও চুরির ঘটনা। গত ২ সপ্তাহে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, কৃষকের গোয়ালঘর থেকে ২টি গরু চুরি এবং বসতবাড়ি থেকে ১টি অটো চুরির ঘটনা ঘটেছে। একটানা খুন, ছিনতাই ও চুরির ঘটনায় আতংকিত হয়ে পড়েছে স্থানীয় এলাবাসি। অবশেষে চুরি-ছিনতাই প্রতিরোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনায় আজ শনিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী এলাকাবাসি।

বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় রাস্তার পাশে সচেতন নাগরিকদের ব্যানারে অনুষ্ঠিত মনববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম মুন্না, এড. আব্দুল গফুর, আব্দুস সালাম, রাসেল, ছিনতাইকারিদের হাতে নিহত ইজিবাইক চালক রাজু’র মা আলেয়া বেগম, স্ত্রী তারা বানু এবং মেয়ে আরজুমা খাতুন। বক্তারা বলেন, সম্প্রতি নিশ্চিন্তপুর এলাকায় আশংকাজনক হারে খুন, ছিনতাই, চুরি ও মাদকের কারবার বেড়েছে। গত ২৩ মার্চ রাতের আঁধারে একদল দুর্বৃত্ত ওই এলাকার ইজিবাইক চালক রাজুকে নৃশংসভাবে খুন করে তার ইজিবাইক ছিনতাই করে। এর এক সপ্তাহের মাথায় ২৯ মার্চ রাতে নিশ্চিন্তপুর দক্ষিণপাড়ার বাসিন্দা কৃষক আলমের গোয়াল ঘরের তালা কেটে ২টি গরু চুরির ঘটনা ঘটে। এর কয়েকদিন পরেই নিশ্চিন্তপুর মধ্যপাড়া এলাকায় অটো চালক সারোয়ারের বাড়ি থেকে অটো চুরির ঘটনা ঘটে। মাস দুয়েক আগে ঢাকন্তা গ্রামের কৃষক শামীমের বাড়ি থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটে। একের পর এক অপ্রত্যাশিত ঘটনায় চরম অস্বস্তিতে রয়েছেন এলাকাবাসি। ইজিবাইক চালক রাজু’র মা, স্ত্রী ও মেয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে তারা নি:স্ব হয়ে পড়েছেন। আজ পর্যন্ত রাজু হত্যার বিষয়ে কোন আসামী গ্রেফতার হয়নি। এমনকি হত্যা রহস্যও উদ্ঘাটিত হয়নি। তারা খুনিদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শাজাহানপুর থানার ওসি আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, রাজু খুনের রহস্য উদ্ঘাটন এবং খুনিদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশী কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বল্প সময়ের মধ্যেই খুনের বিষয়টি উন্মোচিত হবে। এছাড়া চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান আছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ