৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ঐতিহ্যবাহী মোস্তাইল পৌষ মেলা বুধবার

spot_img

এফ.এম রিপন আহম্মেদ:
প্রতিবছরের ন্যায় এবারও বাংলা সনের পৌষ মাসের প্রথম বুধবার ( ১৮ নভেম্বর) বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের মোস্তাইল বাজারের অদূরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঐতিহ্যবাহী মোস্তাইল পৌষ মেলা। জনশ্রুতি আছে, মোস্তাইল নামক জায়গায় বটগাছের তলায় বিভিন্ন স্থান থেকে আসা পাঁচ জন পীরের একত্র মিলিত হওয়াকে উপলক্ষ্য করে প্রায় দেড়শ’ বছর যাবত  এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

এদিকে মেলাকে ঘিরে উপজেলার মোস্তাইল,জোকা,ঘাষিড়া, ভমরকুটি,খোট্রপাড়া,দোগলাপাড়া,দুরুলিয়া,শাহানাগর, বিরকুল্ল্যাগ্ৰামসহ আশেপাশে এলাকায় নাইওরীতে ভরে উঠে প্রতিটি বাড়ি।

ঐতিহ্যবাহী এই  মেলায় ওঠে বড় মাছ, হরেক রকমের মিষ্টান্ন, কাঠের আসবাবসহ গৃহস্থলির সামগ্রী। শিশুদের বিনোদনের জন্য থাকছে নাগরদোলা, চড়কিসহ নানা রকমের রাইডস্।

মেলা কমিটির পরিচালক খোট্রপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সংবাদ বুলেটিনকে বলেন, প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী মেলাটি প্রতিবছরের ন্যায় এবারো জমজমাট ভাবে শুরু হয়েছে। মেলায় মাছ-মাংস, দই-মিস্টিসহ হরেক রকম দ্রব্য সমাগ্রী কেনা বেচা চলছে। নাগরদোলাসহ শিশুদের বিনোদনমূলক ব্যবস্থা রয়েছে।

শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম সংবাদ বুলেটিনকে জানান, মেলা হওয়ার বিষয়টি মৌখিক ভাবে জেনেছি। মেলার সার্বিক নিরাপত্তায় আইন শূঙ্খলা বাহিনী তৎপর থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ