
বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নের বড়পাথার এলাকায় শতবর্ষী ঐতিহ্যবাহী বসমবুড়ি মেলা নিয়ে মতবিরোধের জেরে চলতি বছর মেলা স্থগিত করেছে জেলা প্রশাসন। স্থানীয় দুই পক্ষ মেলার পক্ষে ও বিপক্ষে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন।
মেলার বিরোধিতাকারীদের পক্ষে বড়পাথার বালিয়াদিঘী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও মাদরাসাতুল হাদীছ ইয়াতিমখানার সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান মেলা বন্ধের দাবি জানিয়ে আবেদন করেন। তারা বলেন, এই এলাকায় ঈদের বড় জামাত, মাদরাসা ও মসজিদ থাকায় ধর্মীয় পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। অতীতে ২০০৩ সালে মেলার বিরুদ্ধে এলাকাবাসী একত্রিত হয়েছিলেন বলেও উল্লেখ করেন তারা।
অন্যদিকে, স্থানীয় কামাল হোসেন, আবুল হোসেন, সোহাগ, শাহীন আলমসহ কয়েকজন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর সুপারিশে মেলার অনুমতির আবেদন করেন। তাদের দাবি, প্রায় ২০০ বছরের পুরনো এই মেলা গ্রামীণ ঐতিহ্য বহন করে এবং এটি শুধু বিনোদনের নয়, আত্মীয়-স্বজনদের মিলনমেলাও। সর্বশেষ ২০২২ সালে মেলাটি অনুষ্ঠিত হয়। মেলায় মহিষের মাংস, বনদিয়া, মিষ্টান্ন, খেলনার দোকানসহ নানা আয়োজন থাকে। কোনো অনৈতিক কার্যকলাপ হয় না বলেও দাবি তাদের।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেন, “উভয়পক্ষের অবস্থান, স্থানীয় ধর্মীয় অনুভূতি ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বছর মেলার অনুমতি দেওয়া হয়নি।”
প্রশাসনের একাধিক সূত্র জানায়, স্থানীয় ঐতিহ্য ও সামাজিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।