৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে বাড়ির দরজায় বাঁশের বেড়া, যাতায়াত বিঘ্নিত

spot_img

বগুড়ার শাজাহানপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারকে বাড়ি থেকে বের হতে না দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা। ভ্যানচালক আব্দুর রহিমের পরিবার দীর্ঘদিন ধরে এ অবস্থায় চরম মানবেতর জীবনযাপন করছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা দক্ষিণ-পূর্ব পাড়া গ্রামে নির্মাণাধীন একটি বাড়ির সামনে প্রায় চার মাস আগে বাঁশের বেড়া দিয়ে মূল প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে একই এলাকার হোসেন প্রামানিক (৭০) ও তাঁর লোকজন। বাড়ির ভেতরে থেকে জায়গা দাবি করে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।

ওই গ্ৰামের মৃত আব্দুল মমিনের ছেলে ভুক্তভোগী আব্দুর রহিম (৪৫) জানান, তিন শতক জমি ক্রয় করে সেখানে বাড়ি নির্মাণ করছেন। নতুন নকশায় ভুলবশত কিছু পরিবর্তন আসায় বিষয়টি নিয়ে তিনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করেছেন। কিন্তু প্রতিপক্ষ হোসেন আলী ও তাঁর ছেলেরা বাড়ির সামনে বেড়া দিয়ে পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রেখেছেন।

আব্দুর রহিম বলেন, আমরা এখন কার্যত বন্দি। কোনোভাবে ঘর থেকে বের হতে পারছি না। আমার স্ত্রী, সন্তানদের নিয়েও চরম কষ্টে আছি। তিনি এ ঘটনায় শাজাহানপুর থানায় দুইবার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান।

অন্যদিকে হোসেন আলী ও তাঁর পরিবারের দাবি, আব্দুর রহিম বাড়ি নির্মাণের সময় একটুও জায়গা ছাড়েননি বরং তাঁদের জমির কিছু অংশ দখল করে নিয়েছেন। তাঁরা আরও বলেন, এওয়াজবদল দলিল অনুযায়ী আব্দুর রহিম একটি দাগে জমি পেলেও দখল নিয়েছেন অন্য দাগে। পরে সেই দখল নেয়া দাগ থেকেই আবার নতুন দাগে জমি দাবি করছেন, যা বিরোধের মূল কারণ।

এ নিয়ে এলাকায় প্রতিদিনই উভয় পরিবারের মধ্যে উত্তেজনা বাড়ছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে স্থানীয় বিএনপি নেতা মতিউর রহমান মতি বিষয়টি মিমাংসার উদ্যোগ নিয়েছেন।

এলাকাবাসী জানিয়েছেন, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না এলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ