
বগুড়া শাজাহানপুর উপজেলায় বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন একটি জমির বিভিন্ন প্রজাতির বেশ কিছু গাছ কেটে ফেলেছে।
সোমবার(৮সেপ্টেম্বর) ভোর সারে ৬টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের বোহাইল পূর্বপাড়া গ্রামে ১৪শতাংশ জমির উপরে এই ঘটনা ঘটে। ওই জমি নিয়ে স্থানীয় মৃত নাজেম উদ্দিন প্রামানিকের ছেলে রাজিউল ইসলাম সুজন এবং তাঁর ভাইদের সাথে মৃত ফজলার রহমানের ছেলে মোহব্বত আলমদের সাথে বিরোধ চলে আসছিলো। গাছ কাটার কথা স্বীকার করেছেন মোহাব্বত আলম। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শণ করেছেন শাজাহানপুর থানা পুলিশ।
রাজিউল ইসলাম সুজন বলেন, বাবার কাছ থেকে দানপত্র দলিল মূলে আমরা ৩ভাই ১৪শতাংশ জমির মালিক হই। জমি নিয়ে আদালতে বাটোয়ারা এবং রেকর্ড সংশোধনের(প্রথম সিনিয়র সহকারী জজ আদালত, ৫০৯/২৫অন্য) মামলা বিচারাধিন আছে। এরমধ্যেই গত সোমবার ভোরে মোহব্বত আলমরা বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমার জমিতে আমার নিজ হাতে লাগানো গাছ গুলো কেটে অবৈধ ভাবে দখলে নেয়ার চেষ্টা করে।
এ বিষয়ে জানতে চাইলে মোহাব্বত আলম মোবাইল ফোনে বলেন, ওই জমির মালিক আমরা, তাই গাছ গুলো কেটেছি।
ঘটনাস্থল পরিদর্শণ করা থানার এসআই নুরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করেছি। গাছ কাটার ঘটনা সত্য। জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলছে। এটা আদালতে সমাধান হবে।