
বগুড়ার শাজাহানপুরের বীরগ্রাম আটচালা গৌড়তরী হিন্দুপাড়া লীলা কীর্তন ও ভোগ মহোৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় মন্দির কমিটির শ্রীঃ বিমল চন্দ্র এর সভাপতিত্বে বিশেষ বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহসিন আলী, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খায়রুল বাশার, আশেকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক উজ্জ্বল, জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক শ্রীঃ সনাতন চন্দ্র, খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন তাজু, যুবদল নেতা মিল্টন হোসাইন, লিটন আহম্মেদ সহ বিএনপি ও অঙ্গদল নেতা-কর্মী এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ।