
বগুড়ার শাজাহানপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে শাজাহানপুর উপজেলার বনানী-রানীরহাট সড়কের গন্ডগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গন্ডগ্রামের মৃত মোজাহার আলীর ছেলে মোঃ খোকন ওরফে মানিক (৩৬) এবং আব্দুস সামাদের ছেলে মোঃ রনি ওরফে আলামিন (৩২)।
কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আল-মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। এ সময় খোকনের কাছ থেকে ১৫ পিস এবং রনির কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম পলাশ জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।