
আব্দুল গাফফার
শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়া শেরপুরে রাসেল শেখ (২২) নামে এক অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০মে) দুপুরের দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর মধ্যপাড়া গ্রামের বসতবাড়ির নিজ শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রাসেল শেখ ওই গ্রামের আশরাফ আলীর ছেলে। পরে ময়না তদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, মঙ্গলবার (০৯মে) দিনগত রাত একটার দিকে রাসেল বাড়িতে আসে। গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকার কারণ জানতে চায় তার বাবা-মা। এনিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় রাসেলের। একপর্যায়ে তার বাবা-মা তাদের শয়নকক্ষে এবং রাসেল নিজ শয়নকক্ষে গিয়ে দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে।
পরদিন বুধবার সকাল দশটা পর্যন্ত রাসেল ঘুম থেকে জেগে না উঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সারাশব্দ না পেয়ে ঘরের জানালা ভেঙে ফেলার পর গলায় গামছা পেঁচানো রাসেলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিথুন সরকার বলেন, রাসেল পেশায় একজন অটোরিকসা চালক। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে পারিবারিক দ্বন্দ্বের কারণে গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এরপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে বলে জানান তিনি।