
সিয়াম বাবু
শেরপুর প্রতিনিধি:
বগুড়া শেরপুর উপজেলা গাড়িদহ ইউনিয়নের বৃন্দাবন পাড়ার শ্রী অতুল কুমার সরকার এর মেয়ে অনিকা সরকার বিন্দু (১৮) গত (০৮) আগস্ট মঙ্গলবার রাতে তার নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে!!
এদিকে নিহত বিন্দুর পরিবার থেকে জানা যায় (০৯) আগস্ট বুধবার আনুমানিক সকাল ৮ টার দিকে বিন্দু ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকতে গেলে, তারা দেখে যে বিন্দুর রুমের দরজা ভিতর থেকে বন্ধ করা, অনেক ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে লোকজন দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখতে পান বিন্দু সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আছে!! পরে শেরপুর থানা পুলিশকে খবর দিলে তারা প্রাথমিক তদন্ত শেষ করে পোস্টমর্টেমের জন্য লাশ টিকে মর্গে পাঠিয়ে দেন!! আরো জানা যায় নিহত অনিকা সরকার বিন্দু শেরপুর, শেরউড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে লেখাপড়া করতেন এবং সে, এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।