৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অসাধ্য সাধন করল ‘শয়তান’!

spot_img

এসবি বিনোদন ডেস্ক : বিকাস বেহেলের ‘শয়তান’ বক্স অফিসে দাপট দেখিয়েই চলছে । সম্প্রতি বিগ বাজেটের সিনেমা ‘যোদ্ধা’সহ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি ছবি। অনেকেই ভেবেছিল, এবার চ্যালেঞ্জের মুখে পড়বে ‘শয়তান’, কিন্তু বাস্তবে তা ঘটেনি। দমানো যায়নি অজয় দেবগন, আর মাধবন, জ্যোতিকা অভিনীত সিনেমা ‘শয়তান’কে। আয়ের দিক থেকেও তরতরিয়ে উঠে যাচ্ছে গুজরাটি সিনেমা ‘বশ’-এর রিমেক ‘শয়তান’।

এরই মধ্যে বক্স অফিস থেকে বিকাস বেহেল পরিচালিত সিনেমাটির সংগ্রহ ১০০ কোটি রুপির বেশি। ছবি মুক্তির দ্বিতীয় সপ্তাহে প্রেক্ষাগৃহে পা রেখেছে বিগ বাজেটের ছবি ‘যোদ্ধা’। তা সত্ত্বেও ‘শয়তান’-এর আয়ে খুব একটা ভাটা পড়েনি। মুক্তির দশম দিনে গতকাল রোববার বক্স অফিসে ৯ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে ‘শয়তান’।

এর মাধ্যমে ভারতে ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি। রিমেক ছবির বর্তমান পরিস্থিতিতে যেন অসাধ্য সাধন করল ‘শয়তান’।

হরর-থ্রিলারধর্মী সিনেমাটিকে ঘিরে চলছে তুমুল চর্চা। সত্যিকারের কালো জাদুকরের মতো মাধবনের দুর্ধর্ষ অভিনয়ে মাত হয়েছে ভক্তরা। অন্যদিকে মেয়েকে শয়তানের হাত থেকে রক্ষায় অজয় দেবগনের অভিনয়েও মুগ্ধ দর্শকেরা।

অজয় দেবগন, মাধবন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা। অজয়-জ্যোতিকার মেয়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন গুজরাটের অভিনেত্রী জানকি বডিওয়ালা। মূলত তাকে ঘিরেই এগোতে থাকে সিনেমার গল্প। জাহ্নবীর দিকে চোখ পড়ে শয়তানরূপী মাধবনের। কালো জাদুর মাধ্যমে মেয়েটিকে নিয়ে ধ্বংসের খেলা শুরু করে ‘শয়তান’। তাকে নিয়ে যেতে চায় কালো জাদুর ভয়ংকর দুনিয়ায়। অন্যদিকে পরিবারকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন অজয়। কিন্তু পারবেন মেয়েকে বাঁচাতে অজয়?

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ