ডাকসুর সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এর এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে তাকে হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিলুজ্জামান জানান, নুর নাকে (nasal bone) ও মুখের উপরের চোয়ালের হাড় (maxilla) ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ (Traumatic Subarachnoid Haemorrhage) হয়েছে।
ঢামেক হাসপাতালের ওসিসির এক চিকিৎসক জানান, ‘নুরুল হক নুরের নাক ও চোখে গুরুতর আঘাত রয়েছে। ওসিসিতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টা না গেলে এ সম্পর্কে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।’
এর আগে রাত ১১টার দিকে নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।