
সুনামগঞ্জ প্রতিনিধি
জেলা খেলাফত মজলিসের গণ-সমাবেশ আগামীকাল, অনুষ্ঠানে আগতদের গাড়ি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ও সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে রাখার নির্দেশনা|
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত ও বন্যা দুর্গতদের জন্য দোয়া, দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং পতিত স্বৈরশাসক ও তার সহযোগী-সহ সকল অপরাধীদের বিচারের দাবিতে গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশনে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ মামুনুল হক্ব।
‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ স্লোগানকে সামনে রেখে গণ-সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি আজিজুল হক এবং সঞ্চালনা করবেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম।
জানা যায়, গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালালুদ্দীন আহমদ ও মাওলানা আতাউল্লাহ আমিন সহ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ, সুশীল সমাজ, মাদ্রাসা, স্কুল-কলেজের প্রধানগণ উপস্থিত থাকবেন। শৃঙ্খলা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। সংগঠনের নেতৃবৃন্দরা বলেছেন, গণ-সমাবেশে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অনুষ্ঠানে আগতদেরকে কোর্টের ভিতরে গাড়ি প্রবেশ করানো থেকে বিরত থাকতে হবে। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালযের খেলার মাঠ এবং সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে গাড়ি রাখার নির্দেশনা দিয়েছেন তারা।
বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আগামী বৃহস্পতিবার পুরাতন বাসস্টেশনে গণ-সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণ-সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম মহাসচিব মজলুম জননেতা শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ মামুনুল হক্ব। সারা সুনামগঞ্জ অধীর আগ্রহে উনাকে একবার দেখার জন্য অপেক্ষা করছে।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি উল্লেখ করে তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা জেলা প্রশাসক, সেনাবাহিনী, পুলিশ সুপার, সুনামগঞ্জ সদর থানার ওসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি। নিরাপত্তার জন্য তারা আমাদের আশ্বাস করেছেন। এছাড়াও সুশীল সমাজ, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং সাংবাদিক বন্ধুগণ আমাদের সহযোগিতা করছেন। আশা করি, সকলের সহযোগিতায় সুনামগঞ্জে একটি ঐতিহাসিক গণ-সমাবেশ হবে।
গণ-সমাবেশে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণ-সমাবেশে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অনুষ্ঠানে আগতরা কোর্টের ভিতরে গাড়ি প্রবেশ করাবেন না। সুনামগঞ্জের অন্যান্য উপজেলা থেকে যারা আসবেন তারা বালুর মাঠ (সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ, জাদুঘর (সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর) প্রাঙ্গণে গাড়ি রাখবেন। শ্ঙ্খৃলা রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি আমাদের নিজস্ব ভলান্টিয়ার থাকবে। তাদের সকল দিক-নির্দেশনা আপনারা ফলো করবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম মহাসচিব মজলুম জননেতা শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ মামুনুল হক্ব সুনামগঞ্জে এসে জোহরের নামাজ আদায় করবেন। এরপরই তিনি গণ-সমাবেশে বক্তব্য রাখবেন। দুপুর ১২টার আগেই অনুষ্ঠান স্থলে সকলকে আসার আমন্ত্রণ জানান তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি আজিজুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম মহাসচিব মজলুম জননেতা শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ মামুনুল হক, যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব জালালুদ্দীন আহমদ ও মাওলানা আতাউল্লাহ আমিন আসছেন। এছাড়াও সকল মাদ্রাসায় দাওয়াত পৌঁছে দেয়া হয়েছে। কলেজের প্রিন্সিপাল, স্কুলের প্রধান শিক্ষকদেরও আমরা দাওয়াত দিয়েছি, সকলেই অনুষ্ঠানে আসবেন।